Hits: 0
স্বামী বিবেকানন্দের ইচ্ছানুসারে বেলুড় মঠে শুরু হয় দুর্গাপুজো ১৯০১ সালে । এই পুজোয় পৌরহিত্য করেন কৃষ্ণ লাল নামে এক নবীন ব্রম্ভচারী। আর তন্ত্রধারক হয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য্য। পুজোয় সংকল্প হয় ‘ মা সারদা দেবীর নামে ‘ , যা এখনো পর্যন্ত হয়ে চলেছে। এই পুজোয় স্বামী বিবেকানন্দের ইচ্ছানুসারে উপস্থিত হয়েছিলেন সারদা মা ।
জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে বেলুড় মঠে শারদোৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায় । এ বছর এই পুজো ১২৪ তম বর্ষে পদার্পণ করল । প্রতি বছর এখানে নিয়ম নিষ্ঠা ও অত্যন্ত ভক্তি সহকারে মায়ের পুজো ও কুমারী পুজো হয়ে থাকে ।
দুর্গা পূজার সময় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হয় বেলুড় মঠে । তবে কেউ কিন্তু না খেয়ে এখান থেকে যাননা । সপ্তমী , অষ্টমী ও নবমীতে বেলুড় মঠে বিশাল ভোগের আয়োজন করা হয় ভক্তবৃন্দের জন্য । সুষ্ঠুভাবে সকলেই বসে ভোগ প্রসাদ গ্ৰহন করেন ।