Hits: 18
রাখী সাহা : চুঁচুড়া: আগামী ২৩ শে জানুয়ারি থেকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়ার নর্দান গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে চুঁচুড়া বিধানসভা উৎসব ও মেলা। এদিন সকালে বিধায়কের উদ্যোগে তারই খুঁটিপূজো অনুষ্ঠিত হয়ে গেল । এই উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলী – চুঁচুড়া পৌরসভার সকল কাউন্সিলর, চুঁচুড়া বিধানসভা এলাকার সকল সবকটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্য – সদস্যা ও চুঁচুড়ার সংস্কৃতিপ্রেমী মানুষ।
বিধায়ক অসিত মজুমদারের এই উদ্যোগে খুশি চুঁচুড়ার মানুষ। অনুষ্ঠান মঞ্চে নামীদামী শিল্পীদের পাশাপাশি থাকছে স্থানীয় শিল্পীদের পারফরমেন্স।
সঙ্গে বসছে মেলা। সব নিয়ে শীতের সন্ধ্যায় জমে উঠতে চলেছে এই উৎসব। মেলা চলবে আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত।
