নিয়োগ দুর্ণীতিতে বহিষ্কার করা হলো হুগলী জেলার তৃণমূল কংগ্রেসের দুই যুব নেতাকে

Hits: 1

রাখী সাহা

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস এবার জিরো টলারেন্স নীতি গ্রহন করল। কুন্তল ঘোষের গ্রেফতারির ৫২ দিনের মাথায় ও শান্তনু বন্দ‍্যোপাধ‍্যায়ের গ্রেফতারির ৫ দিনের মাথায় ছেঁটে ফেলা হলো হুগলী জেলার দুই যুব তৃণমূল নেতাকে। আজ বহিষ্কার করা হলো হুগলী জেলার তৃণমূল কংগ্রেস যুব নেতা কুন্তল ঘোষ ও হুগলী জেলা পরিষদের জনস্বাস্থ‍্য কর্মাধ‍্যক্ষ শান্তনু বন্দ‍্যোপাধ‍্যায়কে। রাজ‍্যের মন্ত্রী শশী পাঁজা ও ব্রাত‍্য বসু আজ এক সাংবাদিক সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

এর পরেই প্রশ্ন ওঠে SSC তে কোটি কোটি টাকা নিয়োগ দুর্ণীতিতে জড়িত পার্থ চট্টোপাধ্যায় কে মন্ত্রীত্ব থেকে সরালেও দল থেকে কিন্তু বহিষ্কার করা হয়নি আবার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য‍কেও দল থেকে বহিষ্কার করা হয়নি। তাহলে কুন্তল ও শান্তনুর ক্ষেত্রে এই তৎপরতা কেন? তাহলে কি দল এইসব ছোটখাটো নেতাকে ছেঁটে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *