বিধায়ক অরিন্দম গুঁইনের উদ‍্যোগে শুরু হতে চলেছে বৈদ‍্যবাটী – ডানকুনি খাল সংস্কারের কাজ

Hits: 0

ওয়েবডেস্ক : আগামী কয়েকদিনের মধ‍্যে প্রায় ১৫ কিমি দীর্ঘ বৈদ‍্যবাটী- ডানকুনি খাল সংস্কারের কাজ শুরু হতে চলেছে।
চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইনের প্রচেষ্টায় রাজ‍্য সরকার উদ‍্যোগী হয়েছে এই খাল সংস্কারে । সেচ দপ্তরের পক্ষ থেকে এর বরাত দেওয়া হয়েছে মহিষাদলের একটি সংস্থাকে। তাদের ১৮০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজ‍্য সরকার এজন‍্য বরাদ্দ করেছে ১৮ কোটি টাকা।

দীর্ঘদিন ধরে এই ডানকুনি খালের কোনরকম সংস্কারহয়নি। ফলে বৃষ্টির জলে উপচে পড়ে খাল লাগোয়া কৃষিজমি। প্রতি বছরই বৃষ্টি হলেই সমস‍্যায় পড়ে চাষীরা। বাম আমল থেকে কেউই এ বিষয়ে নজর দেয়নি বলে কৃষকদের অভিযোগ। এবার তৃতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ডানকুনি খাল সংস্কারে উদ‍্যোগ নিয়েছে। বিধায়ক অরিন্দম গুঁইন এ বিষয়ে বিশেষ উদ‍্যোগী ভূমিকা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *