২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশে শ্রদ্ধার সহিত পালিত হলো ভাষা শহীদ দিবস

Hits: 19

২১ ফেব্রুয়ারি বাংলাদেশে শ্রদ্ধার সহিত পালিত হয় ভাষা শহীদ দিবস

বাংলাদেশ থেকে লিখেছেন শ্রীরামপুর মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা পিয়ালী দাস

শ্রীবাংলাদেশে শহীদ দিবসে ২০.০২.২৪তারিখ রাত বারোটার সময় বিশিষ্ট ব্যক্তিগণ ফুলের বড়ো বোকে নিয়ে শহীদ মিনারে গিয়ে অর্পণ করেন।

এরপর বিভিন্ন ক্লাব তাদের সদস্য নিয়ে ফুলের বোকে নিয়ে যান শহীদ বেদীতে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধার্ঘ জানাতে ।(সবাই খালি পায়ে বেদিতে যান)
যারা বেদিতে যান সেই দল তাদের নাম লেখা ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। তাদের নাম ঘোষণা করার পর তারা সদলবলে ফুলের বড়ো বোকে বা পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর চলে যান।এই ভাবে একের পর এক দল পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানকার
সারা দেশের মানুষ এই ভাষা দিবস পালন করে,যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । এই কারনে এদিন প্রচুর প্রচুর লোক সমাগম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদমিনারে।
তবে শুধু বিশ্ববিদ্যালয় চত্বরে নয়, সারা বাংলাদেশের প্রত্যেক মাঠে শহীদ মিনারের প্রতীক নির্মিত আছে, এবং সেখানেও একই নিয়মে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মাইকে‌ এই গানটি প্রতি মাঠে বাজানো হয়

“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *