শ্রীরামপুরের স্টেডিয়াম মাঠে পালিত হল দেশের ৭৬ তম সাধারণতন্ত্র দিবস

Hits: 1

রাখী সাহা : শ্রীরামপুর মহকুমা প্রশাসন এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবস যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সহিত পালিত হল।

এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার । উপস্থিত ছিলেন ডিএমডিসি সমীরন ভট্টাচার্য ,মহম্মদ জাকারিয়া, সুদেষ্ণা দে মৈত্র , এসিপি ২ শুভঙ্কর বিশ্বাস , শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী প্রমুখরা।

পতাকা উত্তোলনের পর প্রথা অনুসারে প্যারেট পরিদর্শন করেন শ্রীরামপুরের মহকুমা শাসক এরপর ব্যান্ড সহ মাঠ প্রদক্ষিণ করে পুলিশ , বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ পৌরসভার ট্যাবলো গুলি ছিল শ্রীরামপুর বৈদ্যবাটি কোননগর ডানকুনি প্রভৃতি পৌরসভার ট্যাবলো। সকলের নজর কাড়ে ‘লক্ষ্মীর ভান্ডার ‘
ট্যাবলোটি।

৭৬ তম প্রজাতন্ত্র দিবসের এবার ের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ডিজাস্টার্স ম্যানেজমেন্টে এবং ফায়ার ব্রিগেডের ডেমো প্রদর্শন । এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা নাচ-গান আবৃত্তি প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন। সমগ্র অনুষ্ঠানটি সকলের নজর কাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *