আজ থেকে রাজ‍্যে শুরু হলো উচ্চমাধ‍্যমিক পরীক্ষা

Hits: 4

পুলক চক্রবর্তী, কোন্নগর, ১৪ই মার্চ:-

মঙ্গলবার আজ ছিল বাংলা পরীক্ষা। এ বছরও কড়াকড়ি ছিল। মোবাইল ফোন নিষিদ্ধ ছিল। অভিভাবকরা স্কুলের ভেতর প্রবেশ করতে পারেনি। কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের ভেতর লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় সকাল ১০ টা থেকে এবং পরীক্ষা শেষ হয় বেলা ১ টায়। পরীক্ষা শুরু হওয়ার পর এক ঘন্টা কেউ শৌচালয় যেতে পারেনি তিন ঘন্টার পরীক্ষায় পৌনে তিন ঘন্টার আগে অর্থাৎ ১২টা ৪৫ মিনিট এর আগে খাতা জমা দেওয়া যায়নি। স্কুল গেটের বাইরে পুলিশি পাহারায় ছাত্রছাত্রীদের বাড়ি থেকে আনা ব্যাগ জমা রাখা হয়েছিল। পানীয় জল থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা রাখা ছিল পরীক্ষার্থীদের জন্য। কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের নিকট কোন্নগর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রিক সুবিধার্থে একটি সহায়তা কেন্দ্রের আয়োজন করা হয়েছিল। অঙ্কন চক্রবর্তীর কোন্নগর শহর তৃণমূল ছাত্র পরিষদ এর সভাপতি এর উদ্যোগে। আনুমানিক ৫০০ ছাত্রছাত্রীদের পেন, চকলেট গোলাপ ফুল, পানীয় জল, শরবত দিয়ে শুভেচ্ছা বার্তা জানানো হয়। অভিভাবকদের বসার জায়গা, চা, জল, শরবত খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

ছাত্র-ছাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন অঙ্কন চক্রবর্তী কোন্নগর সহ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *