Hits: 12
নিউজ ডেস্ক: অবশেষে পুলিশের হাতে গ্ৰেফতার প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুর চালানোর অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং। ঘটনার ৫ দিনের মাথায় গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে ট্যাংরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ গ্ৰেফতার করে তাকে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্ৰেফতার করা হয়েছে রাকেশ সিংয়ের ছেলে শিবম সিং সহ আরও ৩ জনকে। এই নিয়ে এই ঘটনায় মোট ৫ জনকে গ্ৰেফতার করল পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহে বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রার মঞ্চে
রাহুল গান্ধী বক্তব্য রাখার সময়,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের
সম্পর্কে কটূক্তি করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে । ভাইরাল হওয়া এক ভিডিও য় দেখা যায়, এক ব্যাক্তি কটুক্তি করছে ( যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল কর্তৃপক্ষ) । এরপরেই কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে বিজেপি
নেতা রাকেশ সিং য়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় একদল বিজেপি কর্মী সমর্থক। কিন্তু এরপরেই তাদের বিরুদ্ধে অভিযোগ , তারা প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর চালায় এবং কংগ্ৰেসের পতাকা পোড়ানো হয় এবং রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানো হয় । এবং এই ঘটনার পরেই রাকেশ সিং য়ের নামে থানায় অভিযোগ দায়ের করা হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ।
