Hits: 43
রাখী সাহা: গতকাল কলকাতায় মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের ধর্না মঞ্চ ভারতীয় সেনার দ্বারা ভেঙে দেওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় । শ্রীরামপুরেও আজ বিকেলে শ্রীরামপুর শহর তৃণমুল কংগ্ৰেসের সভাপতি সন্তোষ কুমার সিংয়ের নেতৃত্বে
বিজেপির বাংলা বিদ্বেষী স্বৈরাচারী মনোভাব, সেনার অপব্যবহারের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শ্রীরামপুর পৌরসভার সামনে থেকে শুরু করে শেষ হয়
শ্রীরামপুর রায়ঘাটের কাছে ভাষাবাগানে । সেখানে সকলে মিলে ভাষা শহীদদের স্মারকে পুষ্প অর্পন করেন ।
আজকের এই প্রতিবাদ মিছিলে পা মেলান শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, উপপৌরপ্রধান উত্তম নাগ, শ্রীরামপুর শহর তৃণমুল কংগ্ৰেসের সভাপতি তথা সি আই সি সন্তোষ কুমার সিং, গৌর মোহন দে, পিন্টু নাগ, তিয়াসা মুখার্জীসহ সকল কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের নেতানেত্রী ও কর্মীবৃন্দ। শ্রীরামপুর শহর তৃণমুল কংগ্ৰেসের সভাপতি সন্তোষ কুমার সিং বলেন, আমরা কোনভাবেই ভিনরাজ্যে বাংলা ওবাঙালিদের ওপর বিদ্বেষমূলক মনোভাব মেনে নেবো না । এই ধরনের ঘটনা ঘটলে আমরা এর প্রতিবাদ করে যাবো।


