Hits: 3
রাখী সাহা: আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হরিপালের মালিয়ার বিশ্বনাথ সেবা সমিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো এক বিরাট রাজনৈতিক কর্মী সম্মেলন আলাপচারিতা অনুষ্ঠান ।
অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ,আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা
হরিপালের বিধায়ক ডাঃ করবি মান্না , জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ। এই আলাপচারিতা অনুষ্ঠানে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রায় ৮ থেকে ১০ হাজার কর্মী সমর্থক যোগ দেন আজকের সভায়।
আরামবাগ তৃণমূল কংগ্রেস সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডাঃ করবী মান্না বলেন, মুলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর কাজকর্মগুলিকে তুলে ধরা হয় আজকের সম্মেলনে। মন্ত্রী বেচারাম মান্না বলেন, আজকের আলাপচারিতায় মুখ্যমন্ত্রীর সবকটি প্রকল্ল নিয়ে বিশেষত মহিলাদের স্বনির্ভর করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি নিয়ে আলাপচারিতায় আলোচনা হয়।