অনুষ্ঠিত হলো তারকেশ্বরে চাদুর বন্ধু মিলন সংঘের ক্ষুদ্র শিল্প নিয়ে জনসভা রাঁচিতে

Hits: 8

পুলক চক্রবর্তী : কোন্নগর: ৮ই জানুয়ারি: তারকেশ্বর চাদুর বন্ধু মিলন সংঘের ক্ষুদ্র শিল্প নিয়ে লক্ষ লক্ষ মহিলা সমাগম হলো ঝাড়খণ্ডের রাচি শুকুর হুরতু ফুটবল ময়দান। গোশালার পাশে নিরজা সাহায্য ডে ভি পাবলিক স্কুলের কাছে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শম্পা সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই মহিলাদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় রাচি শহর। রাঁচি বাস স্ট্যান্ড, রেল স্টেশনে শুধুই মহিলাদের ভিড়। ঝারখন্ড রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকেই এসেছেন লক্ষ লক্ষ মহিলা। লক্ষ লক্ষ মহিলাদের ভিড় দেখে হকচকিয়ে যান রাচি শহরের মানুষ।

সবার মনের মধ্যে একটাই প্রশ্ন এত মহিলাদের সমাগম কেন। যদিও ব্যাপারটা কি তা খোলসা করলেন চাদুর বন্ধু মিলন সংঘের প্রতিষ্ঠানের কর্ণধার বাবলু সামন্ত । তিনি বলেন এই ক্ষুদ্র শিল্প ১৪ তম বর্ষে পদার্পণ করেছে। আমি ডাক দিয়েছিলাম সকলকে । মানুষ কাতারে কাতারে ভিড় জমিয়েছে, রাচি শুকুর হুরতু ফুটবল ময়দানে। অন্যদিকে রাচি শহরে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।

বাবলু সামন্ত জাতীয় সভাপতি। চাদুর বন্ধু মিলন কল্যাণ কমিটির পক্ষ থেকে ওনাকে বিশাল ফুলের মালা, পুষ্পস্তবক, উত্তরীয়, এবং মেমেন্টো দিয়ে উনাকে বরণ করে নেওয়া হয়। সমস্ত অতিথিদের‌ও একই রকম ভাবে পুষ্পস্তবক, উত্তরীয়, এবং মেমেন্টো, দিয়ে বরণ করে নেওয়া হয়। বাবলু সামন্ত তার ভাষণে বলেন সত্যের পথে, অসহায় মানুষের সাথে, যুবক-যুবতীদের সাথে ,অসহায় পরিবারের সাথে আমরা আছি।

কমিটির পক্ষ থেকে আমরা সমগ্র ভারতে ক্ষুদ্র শিল্পগুলিকে সংগঠিত করছি। অসহায় নারীরা এই ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত এবং ভবিষ্যতেও সম্পৃক্ত থাকবে। আমরা এই সভার আয়োজন করেছি। দুপুর থেকে এই মহতী জনসভায় বক্তব্য রাখেন বন্ধু মিলন কল্যাণ কমিটির সভাপতি বাবলু সামন্ত।
তিনি বলেন, আপনাদের সকলকে জনসভায় উপস্থিতির জন্য রেজিস্টার করার অনুরোধ করা হচ্ছে। এই কর্মসূচি আমাদেরকে নিশ্চিত করবে যে আমাদের কাজটি যত তাড়াতাড়ি শুরু করা যায় এই কর্মসূচিকে সফল করতে আমরা আপনাদের সহযোগিতা আশা করছি।। ঝাড়খন্ড রাজ্য চাদুর বন্ধু মিলন কল্যাণ কমিটি ঝাড়খণ্ডের কনভেনার রাজু কুমার শর্মা, চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, এবং সহ-সভাপতি অরূপ কই বার্তা, এবং শহীদ আফ্রিদি এবং সম্পাদক মোহাম্মদ মুসা বিন হক , নিশার আহমেদ প্রমুখ ও বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *