Hits: 8
২৬ সেপ্টেম্বর ২০২৩(মঙ্গলবার) চন্দননগর শহরের গোন্দলপাড়া টাউন লাইব্রেরী হলে বিকাল ৪ টে থেকে শিক্ষা সংস্কৃতি পরিষদের উদ্যোগে, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে শিক্ষক দিবস পালন ও আমন্ত্রণ মূলক সাংস্কৃতিক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উপস্থিত ছিলেন চন্দননগর পৌরনিগমের সম্মানীয় মহানাগরিক শ্রী রাম চক্রবর্ত্তী, হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী শুভময় মিত্র, মেয়র পারিষদ সদস্য (শিক্ষা ও সংস্কৃতি) শ্রী শুভেন্দু মুখার্জী, চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (ফরাসী বিভাগ)-এর প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী দুর্গাদাস বিশ্বাস,চাঁপদানী বৈদ্যনাথ আঢ্য বালিকা বিদ্যাভবনের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতি অর্চনা হালদার, আনন্দময়ী শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতি বর্ণালী নাথ ভট্টাচার্য, সহ লালবাগান বালিকা বিদ্যালয় (উচ্চমাধ্যমিক)-এর সপ্তম শ্রেণির ছাত্রী ভরতনাট্যম শিল্পী সায়নিকা দে, ইন্দুমতী গার্লস হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)-এর সপ্তম শ্রেণির ছাত্রী নৃত্যশিল্পী জারা খান, সপ্তমী ধর, কুমকুম সানা,সেন্ট জোসেফ কনভেন্ট-এর পঞ্চম শ্রেণির ছাত্রী সঙ্গীত শিল্পী কোজাগরী প্রামানিক; ডা. শীতল প্রসাদ ঘোষ আদর্শ শিক্ষালয়(উচ্চ মাধ্যমিক)-এর দ্বাদশ শ্রেণির ছাত্র যন্ত্রাণুসঙ্গীত(তবলা)শিল্পী শ্রী রাজদীপ ঘোষ, চুঁচুড়া বালিকা বাণীমন্দির-এর চতুর্থ শ্রেণির ছাত্রী দীপসা মজুমদার, চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (ইংরাজী বিভাগ)-এর চতুর্থ শ্রেণির ছাত্র সঙ্গীত শিল্পী আয়ূষ প্রামাণিক, অষ্টম শ্রেণির ছাত্র বাচিক শিল্পী নিরুত্র সোম,দ্বাদশ শ্রেণির ছাত্র সঙ্গীত শিল্পী অপ্রতিম গোস্বামী, শিল্পী মন চন্দননগর শ্রুতিনাট্য সংস্থার প্রধান গোপাল চন্দ্র ভট্টাচার্য্য ও সহ.নাট্য শিল্পী শ্রী চয়ন ভট্টাচার্য, শ্রী সৌমারজিৎ দত্ত, কল্যাণীয়া শ্রেয়া চক্রবর্তী, কল্যাণী শ্রাবস্তী গোস্বামী, শ্রী সুজন দাস,পুরঙ্গনার কর্ণধার বাচিক শিল্পী ক্যামেলিয়া ব্যানার্জী,আনন্দধারা সংগীত শিক্ষা কেন্দ্রের শিল্পী বিতান মুখোপাধ্যায়, মৃদঙ্গ ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতি তনুশ্রী চক্রবর্তী, নৃত্যশিখা ডান্স একাডেমীর কর্ণধার শ্রীমতি মহুয়া বোস নাথ, কল্যাণীয়া অঙ্গনা মল্লিক, বলতে শেখার কারখানা বাচিক শিল্পী সংস্থা(বাবুরবাজার, ভদ্রেশ্বর)র অধ্যক্ষ শ্রী হরিদাস বন্দ্যোপাধ্যায়, অভিভাবিকা মৌমিতা প্রামাণিক, সঙ্গীতশিল্পী রুমা মুখার্জী, চন্দননগর চারুকলা একাডেমীর সহ অধ্যক্ষ সীমা দাস, অর্হ বাচিক সংস্থা (শেওড়াফুলি)র সদস্যা শ্রীমতি ইতা পাল, চাঁপদানী আর্ট এন্ড কালচারাল সোসাইটির নৃত্য গুরু শ্রীমতি রুমেলা সুর রায় সোম, স্বপ্ননীড় নাট্য সংস্থা (বারাসত, চন্দননগর)র শিল্পী পারমিতা দাস,চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (ইংরাজী বিভাগ)-এর দ্বাদশ শ্রেণির ছাত্র সাগ্নিক দে,একাদশ শ্রেণির ছাত্র সপ্তর্ষি সুর, ঋতম সাহা, দশম শ্রেণির ছাত্র দ্রোণ সরকার, শ্রীজিৎ ব্যানার্জী, অষ্টম শ্রেণির ছাত্র আবেশ চ্যাটার্জী, সপ্তম শ্রেণির ছাত্র সায়ন অধিকারী, সৈকত গোস্বামী,চন্দননগর বঙ্গ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-এর সপ্তম শ্রেণির ছাত্র রনি ডোম,ষষ্ঠ শ্রেণির ছাত্র অজয় দাস, ঊষাঙ্গিনী বালিকা বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-এর অষ্টম শ্রেণীর ছাত্রী পাপড়ি আদগিরি , মর্ডান পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র তন্ময় তোষ সহ অন্যান্য সংস্কৃতি প্রেমী বন্ধুরা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী কৃষ্ণেন্দু চ্যাটার্জী।
সামগ্রিক অনুষ্ঠান পরিকল্পনা পাপাই অধিকারী (প্রশিক্ষক : শিক্ষা সংস্কৃতি পরিষদ)