Hits: 0
সন্তু মুখার্জী, হুগলী :- মানব কুলের বেঁচে থাকতে প্রধান চাহিদাই হল অন্ন বস্ত্র ও বাসস্থান, সেই বাসস্থান নির্মাণে যদি ত্রুটি দেখা যায় তাহলে স্বভাবতই মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। বর্তমানে আবাসন শিল্পে এক বিপ্লব তৈরি হয়েছে রাতারাতি তৈরী হচ্ছে গগন চুম্বী ইমারত আর তারাই মধ্যে কিছু আবাসনে নির্মাণ কাজে ত্রুটি দেখা দিচ্ছে। এমনই এক আবাসনে ত্রুটি ধরা পড়েছে হুগলী জেলার শ্রীরামপুরে
জানা গেছে বছর দুয়েক আগে শ্রীরামপুর স্টেশন এলাকার কুমিরজলা রোডে একটি বহুতল তৈরী হয়।সেই বহুতলের একদিক মাটির নীচে বসতে শুরু করেছে।
প্রতিবেশিদের অভিযোগ বহুতল তৈরীর পর দেখা যাচ্ছে তাদের বাড়িতে ফাটল ধরেছে।পাঁচিলে চিড় ধরেছে।
তাদের সন্দেহ ওভার ওয়েট হয়ে যাওয়ার ফলে জমি বসতে শুরু করে। শহরতলীর বেশ কিছু জায়গার এই ধরনের ঘটনা সামনে এসেছে স্বভাবতই তেমন ঘটনা ঘটে তাই চিন্তায় ঘুম উড়েছে।
শ্রীরামপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ প্রসাদ ভট্টাচার্য বলেন,২০২০ সালে প্লান পাস করিয়েছিলেন তুষার ঘোষ।তারপর তিনি বহুতল তৈরি করেছেন।পুরসভা বিষয়টি জানতে পেরে প্রোমোটার কে ডেকে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নিতে বলে।উনি বলেছিলেন সব রকম ব্যবস্থা নেবেন।
বহুতল নির্মাণকারী প্রোমোটার তুষার কান্তি ঘোষ বলেন,মাটির কিছুটা খারাপ রয়েছে তাই মেঝেতে একটু ফাটল এসেছে আবাসন হেলে যায়নি।শ্রীরামপুর পুরসভা থেকেও ইন্সপেকশন করেছে তাতে খারাপ কিছু ধরা পড়েনি।