Hits: 1
অরূপ সাহা: হুগলী জেলার বাঁশবেড়িয়ার ঐতিহ্যমন্ডিত কার্তিক পুজো উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা বাঁশবেড়িয়া শহর। একসময় এই অঞ্চলে ছিল বহু কলকারখানা । কিন্তু বেশ কিছু বছর হয়ে গেলো এখানে একে একে সব কলকারখানা বন্ধ হয়ে গেছে । ফলে শিল্পনগরীতে ভাঁটা পড়েছে উৎসবে। তবে প্রায় জৌলুসহীন হয়ে পড়া এ শহরের পুজোয় নতুনভাবে চমক এনে মানুষের মুখে ফের হাসি ফুটিয়েছেন এখানকার বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন( সোনা) শীল।
রবিবার সন্ধ্যায় ফিতে কেটে ঘোষপাড়া রবীন্দ্রসংঘের রাধাকৃষ্ণ পুজোর উদ্বোধন করেন সোনা শীল । এই পুজো এবার ৫৩ তম বর্ষে পদার্পণ করল । পুজো উদ্বোধন করার পর সত্যরঞ্জন শীল বলেন , আমি চাই সাধারণ মানুষের মুখে হাসি ফুটুক। এই পুজোকে ঘিরে মানুষের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। এ বছর তারই উদ্যোগে বাঁশবেড়িয়া শহরে পুজোর উদ্বোধনে আসেন বলিউড অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী।
বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর বৈশিষ্ট্য হলো , এখানে শুধুমাত্র দেবসেনাপতি কার্তিকের পুজো হয়না । এখানে কয়েকদিনে সব দেবদেবীর আরাধনা করা হয় ।



