Hits: 0
ওযেবডেস্ক : রসগোল্লার জি আই স্বীকৃতির পঞ্চম বর্ষে চুঁচুড়া ঘড়ির মোড়ে হুগলী জেলা স্বতন্ত্র মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে রসগোল্লা বিলি করা হলো। জেলার মিষ্টির দোকানগুলি এখানে হাজির ছিলেন তাদের তৈরি রসগোল্লা নিয়ে। চুঁচুড়া ঘড়ির মোড়ে তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ। এই উৎসবে যোগ দিতে আশেপাশের এলাকা থেকেও মানুষ উপস্থিত হয়েছিলেন। সকলকেই দেখা গেল বাটি হাতে লাইন দিয়ে রসগোল্লা সংগ্রহ করতে। এদিন মোট ৪০, ০০০ রসগোল্লা বিলি করা হয়। এই উৎসবে খুশী উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ সকলেই।
শিশুদিবসের সঙ্গে সঙ্গে রসগোল্লা দিবস, সব মিলিয়ে জমে খেল দিনটা। ওড়িশার সঙ্গে বাংলার রসগোল্লা লড়াই চলেছিল দীর্ঘ কয়েক দশক। রসগোল্লা কার? বাংলার না ওড়িশার? এই নিয়ে চলেছে দীর্ঘ বাদানুবাদ। অবশেষে ২০১৮ সালের ১৪ ই নভেম্বর জি আই ট্যাগ লাভ করে বাংলার রসগোল্লা। আর সেই থেকেই এই দিনে পালিত হচ্ছে রসগোল্লা দিবস।