Hits: 63
রাখী সাহা: সোমবার শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেলো ১৪তম শ্রীরামপুর বইমেলার প্রস্তুতিসভা । শ্রীরামপুর পৌরসভার পরিচালনায় অনুষ্ঠিত এই বইমেলার জন্য সারা বছর অপেক্ষায় থাকে আপামোর শ্রীরামপুরবাসী । বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, ভাইস চেয়ারম্যান উত্তম নাগ , সি আই সি সন্তোষ কুমার সিং, পিন্টু নাগ , তিয়াসা মুখার্জী, কবি রামকিশোর ভট্টাচার্যসহ শ্রীরামপুর পৌরসভার প্রায় সকল কাউন্সিলরবৃন্দ এবং শহরের আপামোর সংস্কৃতিপ্রেমী মানুষজন ।
বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২রা জানুয়ারী শ্রীরামপুর গান্ধী ময়দানে সূচনা হবে শ্রীরামপুর বইমেলার , যা চলবে ১১ ই জানুয়ারী পর্যন্ত। বইয়ের প্রতি আগ্ৰহ বাড়াতে এবং মানুষকে বইমুখী করতে বেশ কিছু পরিকল্পনা গ্ৰহন করা হয়েছে । বইমেলার প্রতিদিনই সাংস্কৃতিক মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে অনুষ্ঠান পরিবেশন করবেন বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ। এছাড়াও প্রতিদিন মঞ্চে নানান বিষয়ে আলোচনাসভাও অনুষ্ঠিত হবে।



