Hits: 5
কোন্নগর : সমগ্ৰ দেশের সঙ্গে কোন্নগরের রাজরাজেশ্বরী সেবা মঠেও
নিষ্ঠা সহকারে পালিত হচ্ছে
নবরাত্রি উৎসব। মহালয়ার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয়েছে নবরাত্রি উৎসব, চলবে বিজয়া দশমী পর্যন্ত।
এই উপলক্ষ্যে কোন্নগর রাজরাজজেশ্বরী মঠ । মা রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর মন্দিরে ১০০১ টি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় । একটানা নদিন ধরে মন্দিরের গর্ভগৃহের নীচের ঘরে এই অখণ্ড জ্যোতি জ্বলতে থাকে ।
অষ্টমীর দিন মন্দিরে কুমারী পুজো অনুষ্ঠিত হয় । এদিন নব দুর্গারূপে নয়জন বালিকা ও ভৈরবরূপে এক বালকের পুজো করা হয় ।
নবরাত্রির প্রথম দিনে দুর্গার প্রথম রূপ শৈলপুত্রীর নামে পুজো হয় মন্দিরে । মঠে এদিন বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয় । অষ্টমীর দিন কুমারী পুজোর পর ভক্তবৃন্দকে ভোগ প্রসাদ খাওয়ানো হয় । প্রতি বছর নবরাত্রি উপলক্ষ্যে মঠে দুর দুরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয় ।ট তুলে দেওয়া হয়।