Hits: 2
৭১ তম বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ৭ ই এপ্রিল শ্রীরামপর আই এম এ ভবনে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা। এদিন এখানে প্রায় শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যার মধ্যে ছিল সকলের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ই সি জি, লিভার ফাংশন টেস্ট, ব্লাড প্রেশার চেক, দন্ত চেক আপ প্রভৃতি।
এ বছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম, “সকলের জন্য স্বাস্থ্য”। এ বিষয়ে এদিন একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য রাখেন আই এম এ শ্রীরামপুর শাখার সভাপতি ডা: প্রদীপ কুমার দাস, ডা : জগবন্ধু গুচ্ছাইত, ডা: নরেন্দ্র নাথ দত্ত, ডা: চন্দ্রকান্ত ঘোষ, ডা: অমলেন্দু মুখার্জী, ডা: অভিরূপ সরকার, ড: সুহাস ভট্টাচার্য প্রমুখরা। এ ব্যাপারে ডা : প্রদীপ কুমার দাস বলেন, মানুষ যাতে নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হন তাই এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো।