Hits: 83
রাখী সাহা : কিছুদিন ধরে শ্রীরামপুর পৌরসভা এলাকায় ডেঙ্গির বাড়বাড়ন্ত কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের । শুক্রবার বিকেলে মহকুমা শাসক শম্ভুদীপ সরকারের উপস্থিতিতে এ ব্যাপারে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় শ্রীরামপুর পৌরসভায় । উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার
পৌরপ্রধান গিরিধারী সাহা , উপ পৌরপ্রধান উত্তম নাগ , সি আই সি গৌর মোহন দে , সন্তোষ কুমার সিং ,পিন্টু নাগ
তিয়াসা মুখার্জী, অসীম পন্ডিত, নোডাল অফিসার শৌভিক পান্ডা সহ শ্রীরামপুর পৌরসভার সকল কাউন্সিলর এবং অ্যালকভ , প্রয়াগ এবং সংঘম নামক ৩টি বহুজাতিক আবাসনের নির্মাণ প্রতিনিধিরা । প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকমাসে শ্রীরামপুরে ডেঙ্গি
আক্রান্তের সংখ্যা বেড়েছে । শ্রীরামপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
গত বুধবারেই রাজ্যের স্টেট আর্বান ডেভলপমেন্ট এজেন্সি ( সুডা) র ৩ জন পতঙ্গবিদকে নিয়ে শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সারপ্রাইজ ভিজিট করেন শ্রীরামপুরের একটি বহুজাতিক আবাসন অ্যালকভে । এই এলাকাতেই গত কয়েকদিনে প্রায় ৮০ জন ব্যাক্তির ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। নির্মিয়মান এই আবাসনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রের মধ্যে বৃষ্টির জল জমে, তার মধ্যে
ডেঙ্গি মশার লার্ভা দেখতে পাওয়া যায়। এরপরেই আবাসনের হলে মিটিং করে বাসিন্দাদের ডেঙ্গি সম্পর্কে সচেতন করা হয় ।
এই পরিস্থিতিতে শহরে যাতে যত্রতত্র পড়ে থাকা জিনিসের মধ্যে বৃষ্টির জল জমে না থাকে তার ওপর জোর দেওয়া হয়েছে । এছাড়াও জ্বর হলে রক্তপরীক্ষা করানো , মশারী টাঙ্গানো প্রভৃতির বিষয়ে আলোচনা করা হয় । তবে শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা বলেন, সবার আগে প্রয়োজন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা । অনেক সময়েই দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জমা জল আছে কিনা দেখতে চাইলে লোকে বিরক্ত হচ্ছেন । এটা মোটেই কাম্য নয় । পৌরসভার সাফাই বিভাগের কর্মচারীরা দুবেলা কাজ করে চলেছে। স্বাস্থ্যকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত সকলের শরীর কেমন আছে , জ্বরজ্বালা হয়েছে নাকি এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছে।
