Hits: 32
রাখী সাহা : নিজেদের মধ্যে মনোমালিন্য ভুলে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কাজ করে যান , হুগলী – শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের সাথে বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রীটের
অফিসে, হুগলী – শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
২০২৬ এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে হুগলী জেলার ৩টি সিটই পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু দলের নেতাদের মধ্যেকার দ্বন্দ্ব মাঝেমধ্যেই উঠে আসছে সমাজমাধ্যমে। তাই নিজেদের মধ্যেকার মনোমালিন্য ভুলে সকলে মিলে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্পগুলি আরোও বেশী করে মানুষের সামনে তুলে ধরতে বলা
হয়েছে ।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যাগুলিকে চিহ্নিত করে দ্রুত তা সমাধানের ব্যবস্থা করতে হবে।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন হুগলী – শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁইন, চেয়ারপারসন অসীমা পাত্র, মহিলা সভানেত্রী মৌসুমী বাসু চ্যাটার্জি, আই এন টি টি ইউ সি সভাপতি মনোজ চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, জাঙ্গীপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন , শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, পান্ডুয়ার বিধায়ক ডাঃ রত্না দে নাগ , চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বাঁশবেড়িয়ার বিধায়ক তপন দাশগুপ্ত, বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী , উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক প্রমুখরা
