Hits: 1
রাখী সাহা:
বাঁশবেড়িয়ার মিলনপল্লীর শ্রী শ্রী নটরাজ পুজোয় প্রতি বছরই থাকে কিছু না কিছু চমক। রবিবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী। উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, হুগলী – শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁইন, চেয়ারপারসন অসীমা পাত্র , বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী, জেলা পরিষদ সদস্য পূজা ধর , পৌরসভার পি ডাব্লিউ ডি সদস্য তাপস মুখার্জী, প্রাক্তন পৌরপ্রধান অপরাজিতা শীলসহ অন্যান্যরা।
মিলনপল্লীর এই পুজো এবার ৬৭ তম বর্ষে পদার্পণ করেছে। আগে এই পুজোটি ছোট আকারে হলেও বর্তমানে বেশ কয়েক বছর ধরে পুজোর দায়িত্ব বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন ( সোনা) শীল নেওয়ার পর থেকেই পুজোর জাঁকজমক বেড়েছে। এ বছর পুজোয় তাদের থিম ‘ থাইল্যান্ডের বুদ্ধ মন্দির ‘ ।
এদিন মঞ্চে পদ্মিনী কোলাপুরীকে দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয় । অভিনেত্রীও কথায় গানে মানুষের মন জয় করে নেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন সত্যরঞ্জন শীলের স্ত্রী তথা বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অপরাজিতা শীল অভিনেত্রীকে বরন করে তার হাতে বাঁশবেড়িয়ার ঐতিহ্য মা হংসেশ্বরীর একটি মূর্তি তুলে দেন । পদ্মিনী কোলাপুরী এদিন সোনা শীলের বিশেষ প্রশংসা করেন । তিনি বলেন সোনা দা আমাকে এখানে আমন্ত্রন করে নিয়ে না এলে আমি বাংলার এত সুন্দর কার্তিক পুজো দেখার সুযোগ পেতাম না । সে জন্য ধন্যবাদ জানাই সোনা দাকে ।



