Hits: 2
রাখী সাহা : বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন গৌরীশঙ্কর
সুর । যিনি আজীবন মাত্র দু’টাকার বিনিময়ে রোগী দেখেছেন নিজ বাসভবনের চেম্বারে । ২০০৮ সালে তিনি প্রয়াত হন। এবার তার স্ত্রী শ্যামলী সুর প্রয়াত স্বামীর স্মরণে শুঁড়িপাড়ার এই বসত বাড়িটি দান করলেন চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতিকে। এবার থেকে চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে এখানে । যেখানে মাত্র ১১ টাকার বিনিময়ে ডাক্তার বাবুরা রোগী দেখবেন। চুঁচুড়া শ্রমজীবী হাসপাতালের মতো এখানেও সবরকম রোগের বিশেষজ্ঞ ডাক্তারগণ বহির্বিভাগ পরিষেবা প্রদান করবেন।
গতকাল শ্যামলী সূর আনুষ্ঠানিকভাবে তাদের বসত বাটিটি চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির হাতে সমর্পণ করলেন। তিনি এদিন ফলোক উন্মোচন করে বহির্বিভাগের সূচনা করেন। এ দিনের মূল অনুষ্ঠানটি হয় চুঁচুড়া
রাজমহল লজে ।সভায় উপস্থিত ছিলেন বেলুড় শ্রীরামপুর ও সুন্দরবন শ্রমজীবী হাসপাতালের সংগঠকবৃন্দ , বিশিষ্ট মানুষজন এবং চুঁচুড়ার সাধারণ মানুষ।