Hits: 29
অরূপ সাহা: শ্রীরামপুর পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং দিশা মাল্টিস্পেশালিটি ক্লিনিকের সহযোগিতায় শনিবার শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেলো পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীদের জন্য এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তপরীক্ষণ শিবির। যেখানে বিনামূল্যে ইসিজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা যেমন ইউরিক অ্যাসিড, কোলোস্টরল টেস্ট প্রভৃতি করা হয় ।
এদিনের এই হেল্থ চেক আপ ক্যাম্পে উপস্থিত থেকে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেন পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, উপ পৌরপ্রধান উত্তম নাগ, সি আই সি গৌর মোহন দে, সন্তোষ কুমার সিং, পিন্টু নাগ সহ অন্যান্যরা। শ্রীরামপুর পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সি আই সি তিয়াসা মুখার্জী বলেন , আজ পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পৌরসভার সকলের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তপরীক্ষা করা হলো।



