শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালনায় আন্তঃবিশ্ববিদ্যালয় প্রবন্ধ প্রতিযোগিতা

Hits: 34

রাখী সাহা : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে , পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালনায় আজ শ্রীরামপুর ডেনিস গভর্মেন্ট হাউজে অনুষ্ঠিত হয়ে গেল এক আন্তঃবিদ্যালয় প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। শ্রীরামপুর মহকুমার অন্তর্গত বিদ্যালয়গুলি থেকে অষ্টম হ‌ইতে একাদশ শ্রেণীর মোট ৬১ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার বিষয় ছিল – ‘আমার নজরুলকে কেন ভালো লাগে’। হলেই প্রতিযোগিতার বিষয় দেওয়া হয় ছাত্রছাত্রীদের। সময় ছিল ১ ঘন্টা। সকলেই সময়ের মধ্যেই লেখা শেষ করে। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহার রঞ্জন রায় এবং চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় ( উঃ মাঃ) এর সহকারী শিক্ষিকা সঞ্চিতা দাস। শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারীক অন্বেষা গাঙ্গুলী বলেন , সকল প্রতিযোগীই ‘আমার নজরুলকে কেন ভালো
লাগে ‘ বিষয়ে খুব সুন্দর সুন্দর প্রবন্ধ রচনা করেছে। প্রথম , দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে আমরা ব‌ই , গাছ ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করছি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগির হাতে এদিন সার্টিফিকেট ও গাছ তুলে দেওয়া হয় । প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ছাড়াও এদিন এখানে কাজী নজরুলের গান, কবিতা প্রভৃতি নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের‌ও আয়োজন করা হয় । সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়।

আজকের এই প্রবন্ধ রচনা প্রতিযোগিতায়
প্রথম স্থান অধিকার করে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র উপায়ন পাল , দ্বিতীয় স্থান অধিকার করে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র
অয়ন সরকার এবং তৃতীয় স্থানাধিকারী হয় গসপেল হোম স্কুলের নবম শ্রেণির ছাত্র পৃথ্বীশ সর্দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *