Hits: 54
আর জি কর হাসপাতালে চিকিৎসক ও ছাত্রী হত্যার প্রতিবাদে উত্তাল রাজ্য। চিকিৎসক সেবিকা ও স্বাস্থ্যকর্মীরাও সামিল। গতকাল চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল এ্যাসোসিয়েশন ( আই এম এ) বহির্বিভাগ ও অজরুরী পরিষেবা বন্ধ রাখার ডাক দেয় সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতালে ও ব্যক্তিগত চেম্বারে। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের অনেক চিকিৎসকই আই এম এর ডাকে সাড়া দেন। কিন্তু অন্তর্বিভাগ ও জরুরি পরিষেবা চালু রাখেন। অন্তর্বিভাগের রুগীদের ইকোকার্ডিওগ্রাফি, এক্সরে, প্যাথলজিসহ সকল পরীক্ষানিরীক্ষা করা হয়। বহির্বিভাগেও জরুরি পরিষেবা দেওয়া হয়।
শ্রমজীবী হাসপাতালের সহসম্পাদক গৌতম সরকার জানান, শ্রমজীবী হাসপাতাল রুগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐক্যে আস্থা রাখে। রুগীরা বিপন্ন হলে ঐক্যও বিপন্ন হবে বলেই শ্রমজীবীর বিশ্বাস। আমরা চাই প্রতিবাদ হোক কিন্তু সাধারণ রুগীরা যেন বিপদে না পড়েন। আজ চিকিৎসকদের সংগঠন কর্মবিরতি ডেকেছেন, আমরা বিষয়টি চিকিৎসকদের হাতেই ছেড়ে দিয়েছি, অনেকে এসেছেন। জরুরি পরিষেবা স্বাভাবিক ছিল।