Hits: 0
রাখী সাহা: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ সিঙ্গুরের রতনপুরে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের মোড়ে গঙ্গা সাগরের তীর্থযাত্রীদের সুবিধার্থে একটি ক্যাম্পের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন হুগলীর জেলাশাসক মুক্তা আর্য্য, হুগলী গ্ৰামীনের পুলিশ সুপার কামনাশীষ সেন,
হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না সহ অন্যান্যরা ।
গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের সুবিধার্থে ক্যাম্পে থাকছে এ্যাম্বুলেন্স পরিষেবা , ক্রেন, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, পানীয় জল, শুকনো খাবার প্রভৃতি । প্রতি বছরের মতো এবছরেও গঙ্গাসাগরের পূণ্যার্থীদের জন্য খোলা হয়েছে এই ক্যাম্প।
গঙ্গা সাগর মেলা থেকে পুণ্যার্থীরা ফিরত না আসা পর্যন্ত এই ক্যাম্প চলবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।
