Hits: 66
রাখী সাহা : গত ২রা ও ৩রা জানুয়ারি দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো কিক বক্সিং এর ১১তম তাং সু দো চ্যাম্পিয়নশিপ । জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৪৬৫ জন প্রতিযোগী। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দিল্লি, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র ,তৃতীয় স্থানে আসাম এবং চতুর্থ স্থান লাভ করে পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গ থেকে কোচ রিপন শীলের নেতৃত্বে ১২ জনের একটি টিম যোগদান করে এই চ্যাম্পিয়নশিপে ।তার মধ্যে বিভিন্ন ইভেন্টে ১২ জনই গোল্ড মেডেল লাভ করে। পাঁচজন পায় সিলভার মেডেল ও পাঁচজন ব্রোঞ্জ মেডেল। সায়ন্তিকা মন্ডল পায় তিনটি গোল্ড , সৌরভ ছেত্রী পায় তিনটি গোল্ড ,সুতন্দ্রা শীল দুটি গোল্ড ও একটি সিলভার মেডেল , অনুরাগ সাউ দুটি গোল্ড ও একটি ব্রোঞ্জ, মহেশ ঝাঁ পায় ১টি গোল্ড, ক্রিত্থিস হালদার ১টি গোল্ড ও ১টি ব্রোঞ্জ মেডেল, সূর্য সর্দার ২টি সিলভার, আর্বান বিশ্বকর্মা ১টি সিলভার ও ২টি ব্রোঞ্জ , কেয়া খান পায় ১টি সিলভার ও ১টি ব্রঞ্জ মেডেল। প্রতিযোগিতায় বালক বিভাগে বেস্ট ফাইটার অ্যাওয়ার্ড পায় সূর্য সর্দার এবং বালিকা বিভাগে পায় সুতন্ত্রা শীল।
