হরিপালের বাসুদেবপুর বিদ্যামন্দিরে কচিকাঁচাদের নবীনবরণ

Hits: 18

নিউজ ডেস্ক: হরিপাল বিধানসভার অন্তর্গত কৈকালা গ্রাম পঞ্চায়েতের অধীনে বাসুদেবপুর বিদ্যামন্দির হাইস্কুলে নতুন ভর্তি হ‌ওয়া পঞ্চম শ্রেনী এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলে বরণ করে নিল উচু ক্লাসের দাদাদিদিরা। সমস্ত ক্লাসের ভর্তি শেষ হ‌ওয়ার পর নতুন ক্লাস, নতুন স্কুল, নতুন বই খাতার সঙ্গে বড় স্কুলে নতুন পরিবেশে পড়াশোনা শুরু।
এদিন বাসুদেবপুর বিদ্যামন্দিরের উচু ক্লাসের দাদা দিদিরা লাল গোলাপ, একটি পেন এবং পার্কের ক্যাডবেরি হাতে দিয়ে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির নতুন ভাই বোনদের বরণ করে নিল।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাল্গুনী মন্ডল সহ শিক্ষক শিক্ষিকারা পুরো বিষয়টি তত্ত্বাবধান করলেন এবং প্রচুর অভিভাবক হটাৎই বাচ্চাদের দিতে এসে বিষয়টি উপভোগ করলেন এবং হাতে থাকা স্মাট ফোনে ছবিও তুললেন।

এই বিষয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি স্বরূপ মিত্র জানালেন বেশীর ভাগ ছাত্রছাত্রী গ্রামের কৃষক পবিবারের বা ক্ষেতমজুর পরিবারের। তারা যখন প্রাথমিক গন্ডী পার করে মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি হয়েছে, তাদের যাতে স্কুলে আসার প্রবণতা বৃদ্ধি পায় তারজন্যই এই উদ্যোগ। মিড ডে মিল তো আছেই তার পাশাপাশি আমরা সারা বৎসরই পড়াশোনার বাইরে বিভিন্ন সামাজিক কর্মসূচি নিই । যেমন বাল্যবিবাহ প্রতিরোধ, পথ নিরাপত্তা, মোবাইলের কুফল, জল অপচয় রোধ, প্লাস্টিকের কুফল, ডেঙ্গু বিভিন্ন রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ সামাজিক কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *